পশ্চিম সুন্দরবনে বাঘের আক্রমনে এক মৌয়াল নিহত

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরারেঞ্জে বাঘের আক্রমনে মধু সংগ্রহকালে এক মৌয়াল নিহত হয়েছেন।

নিহত মৌয়ালের নাম মনিরুজ্জামান বাচ্চু(৩৮)। তার বাড়ী শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরার ডুমুরিয়া গ্রামে। সে একই গ্রামের মৃত আবুল কাশেম গাজীর ছেলে।

গাবুরা ইউপির বাসিন্দা মনির উজ-জামান জানান, নিহত মৌয়াল সহ ছয় জনের এক দল বনবিভাগ বুড়িগোয়ালিনী ষ্টেশন থেকে পাশ নিয়ে দুই এপ্রিল সুন্দরবনে মধু সংগ্রহের উদ্দেশ্যে রওনা দেন। গভীর সুন্দরবনের কাছিকাটা নামক স্থানে মধু সংগ্রহকালে উনিশ এপ্রিল বিকালে ঝোঁপের আড়াল থেকে বাঘ তার ঘাড়ের উপর ঝাঁপিয়ে পড়ে তাকে টেনে গভীর বনে নিয়ে যায়। পর তার সঙ্গীরা খোঁজা খুজির পর কুড়ি এপ্রিল সকালে মৃত অবস্থায় মৌয়ালকে উদ্ধার করে লোকালয়ে নিয়ে আসে। নিহত মৌয়ালের স্ত্রী সহ চারটি সন্তান রয়েছে।

বনবিভাগ বুড়িগোয়ালিনী ষ্টেশন কর্মকর্তা সত্যতা নিশ্চিত করে বলেন সুন্দরবনে বাঘের আক্রমনে মনিরুজ্জামান বাচ্চু নামে এক মৌয়াল নিহত হয়েছেন।

ছবি- সুন্দরবনে বাঘের আক্রমনে নিহত মৌয়াল।



প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024