|
Date: 2022-10-26 15:31:06 |
হাতিয়াতে ২ হাজার ৮০০ লিটার চোরাই তেল জব্দ
নোয়াখালী জেলার দ্বীপ উপজেলা হাতিয়াতে কোস্টগার্ড অভিযান চালিয়ে ২ হাজার ৮০০ লিটার চোরাই ডিজেল ও পামওয়েল তেল জব্দ করে।
বুধবার (২৬ অক্টোবর) ভোরে উপজেলার নলচিরা ঘাট এলাকা থেকে এসব তেল জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড হাতিয়া স্টেশনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কে এম শফিউল কিঞ্জল।
তিনি বলেন, ভোরে কোস্টগার্ড দক্ষিণ জোন হাতিয়া স্টেশনের একটি দল অভিযান চালিয়ে ২ হাজার লিটার ডিজেল এবং ৮০০ লিটার চোরাই পামওয়েল জব্দ করে। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে তেল চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে জব্দকৃত তেল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হস্তান্তর করা হয়।
© Deshchitro 2024