দক্ষিণাঞ্চলের মানুষের রাজধানীর সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম হলো লঞ্চ। নৌপথে ভ্রমনে এই লঞ্চগুলোই মানুষের অসহায়ত্বর সুযোগ নিয়ে নাবা রকম অনিয়ম দূর্নীতি করপ যাচ্ছে লঞ্চগুলো। নানা যান্ত্রিক ত্রুটি নিয়ে চলছে এসব নৌযান।  একের পর এক দুর্ঘটনায় হারিয়ে যাচ্ছে বহূ মানুষের তাজা প্রাণ। 

কোনো কোনো সময় লঞ্চ দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে লঞ্চ কতৃপক্ষের কাছে মারধরের শীকার ও হয়েছেন যাত্রিরা। তাই মুখ বুঝে সহ্য করে যাচ্ছেন তাদের সব অরাযকতা ও অন্যায়।

কিছুদিন লঞ্চ গুলোর পারমিট বাদ থাকলেও আবার অবিলম্বেও পূণরায় সার্ভিসে আসেন লঞ্চগুলো। 

যাত্রিদের ক্ষোভ বাংলাদেশ অভ্যন্তরিন নৌ কতৃপক্ষ  (B.I.W.T.A) এর উপর।  সকল অন্যায় ও দূর্নিতী তারা যেনো দেখেও না দেখার ভান করে থাকেন।

লঞ্চ যাত্রিরা কঠোরভাবে দাবি জানিয়েছেন এধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর আইন পর্যালোচনার।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024