|
Date: 2024-04-22 05:20:53 |
কক্সবাজারের কুতুবদিয়ায় ধুরুং বাজারস্থ সীমান্ত প্রবাহমান ওলুখালী খাল দখল করে মাটি ভরাট কার্যক্রম থেকে অবশেষে পিছু হটলেন উত্তর ধুরুং ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম সিকদার।গতকাল রবিবার( ২১ এপ্রিল) ভোর রাত থেকে খালে ফেলা মাটি ফের সরাতে শুরু করেন।
গত একমাস আগে থেকে ইউপি চেয়ারম্যান হালিম জনস্বার্থের নাম ভাঙ্গিয়ে খালে মাটি ভরাট করতে থাকেন। পরিবেশ বিপর্যয় ,পানি চলাচলে বিঘ্ন, জলাবদ্ধার হুমকির মুখে খালটি রক্ষায় এলাকাবাসী, বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা,ও স্থানীয় সাংবাদিকরা মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করেন।
© Deshchitro 2024