কক্সবাজারের টেকনাফের নাফনদীর জলসীমা অঞ্চল পরিদর্শনে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী।


 


রবিবার (২১ এপ্রিল) সকালে কক্সবাজারের টেকনাফ ও সেন্টমার্টিন জলসীমা পরিদর্শন করেন।


 


পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী বলেন,মিয়ানমারের রাখাইনে সংঘাতময় পরিস্থিতিতে বাংলাদেশের জলসীমায় কোস্ট গার্ডের টহল জোরদার করা হয়েছে। সীমান্তের যে কোন নিরাপত্তা জনিত কারণে কোস্ট গার্ডের সদস্যরা সদা সতর্ক রয়েছে।


 


এ ছাড়া রোহিঙ্গা কিংবা রাখাইনের যে কোন অনুপ্রবেশ রোধে কোস্ট গার্ডের জনবল এবং জলযান বৃদ্ধি করা হয়েছে।মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতে নাফ নদীর জলসীমায় কোনো ধরনের হুমকি নেই বলে তিনি জানায়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024