|
Date: 2022-10-26 23:55:06 |
ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার বাজারের মরিচ মহল মনোহারী দোকান ব্যবসায়ী নুরে আলম সিদ্দিক অবৈধ ভাবে গুদামে মজুদ রাখা ৩২৭ বস্তা সাদা চিনি জব্দ ও ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদুল করিম। এসময় সহকারী কমিশনার ভূমি সেলিনা আক্তার উপস্থিত ছিলেন। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহা. নাহিদুল করিম জানায়, জব্দকৃত অবৈধ ৩২৭ বস্তা সাদা চিনি ন্যায্য মূল্যে বিক্রি করে সরকারি কোষাগারে টাকা জমা দেওয়া হবে।
© Deshchitro 2024