|
Date: 2024-04-22 11:17:38 |
চট্টগ্রাম চন্দনাইশের পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। অতিরিক্ত গরমের মধ্যে পুকুরে বেশি সময় ধরে সাঁতার কাটতে গিয়ে এই ঘটনা ঘটে বলে জানান এলাকাবাসী।
সোমবার (২২ এপ্রিল) দুপুরের সময় চন্দনাইশ পৌরসভার ৪নং ওয়ার্ড হারলা এলাকার বসু মাঝির বাড়ির পুকুরে এই মৃত্যুর ঘটনা ঘটে।
জাকির হোসেন ও ববি আক্তার দম্পতির মেয়ে নুসরাত জাহান পারিয়া, প্রকাশ মীম্পা (৮) এবং অপরজন বেলাল হোসেন ও কলি আক্তারের মেয়ে জান্নাতুল মাওয়া, প্রকাশ নিফা (০৯)। স্থানীয়রা জানান, তারা ২ জন গোসল করতে নেমে সাঁতার কাটার চেষ্টা কালে পানিতে ডুবে য়ায়। পরবর্তীতে শিশু দুটির লাশ পানিতে ভেসে উঠতে দেখে এলাকার লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষ শিশু ২টিকে মৃত ঘোষণা করেন। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
© Deshchitro 2024