|
Date: 2024-04-22 12:15:00 |
মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:
গ্রামীণ জীবনমান উন্নয়নের লক্ষ্যে “প্রান্তিক পর্যায়ে উন্নয়ন প্রচার” শীর্ষক কার্যক্রমের আওতায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিস, সাতক্ষীরার আয়োজনে ২২ এপ্রিল সোমবার সকাল দশটায় আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের কুঁন্দুড়িয়া পূর্বপাড়া মন্দির মাঠে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সসীম কুমার মন্ডলের সভাপতিত্বে এ মহিলা সমাবেশ বাস্তবায়িত হয়।
জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলামের নির্দেশনায় অনুূষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশাশুনি উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন, উদীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার আশাশুনি সমন্বয়কারী রেহেনা পারভীন, ফিল্ড অর্গানাইজার শিউলী সরকার, অজয় কুমার রায়, শ্যামলী সরকার, সালমা খাতুন প্রমুখ।
জেলা তথ্য অফিসের মোঃ মনিরুজ্জামানের সঞ্চালনায় মহিলা সমাবেশ অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ (ব্র্যান্ডিং), মাদকের ভয়াবহতা প্রতিরোধ, বাল্যবিবাহ প্রতিরোধ, সন্ত্রাস দমন ইত্যাদি বিষয়ে বক্তাগণ বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে কুঁন্দুড়িয়া এলাকার প্রায় আড়াই শতাধিক নারী অংশগ্রহণ করেন।
© Deshchitro 2024