|
Date: 2022-08-09 13:27:49 |
শেরপুরের শ্রীবরদী উপজেলায় ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (টিডব্লিউএ), বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস), বাবলাকোনা সানসাইন ইয়ুথ ক্লাব, বাবলাকোনা বিবাল সংলাপ ফোরাম ও ল্যান্ড ম্যানেজমেন্ট কমিটির যৌথ উদ্যোগে আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২২ উদযাপন করা হয়েছে। জাতিসংঘ ঘোষিত “ঐতিহ্যগত বিদ্যা সংরক্ষণ ও বিকাশে আদিবাসী নারী সমাজের ভূমিকা” এই মূলসুরকে সামনে রেখে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন করা হয়। ৯ আগস্ট মঙ্গলবার সকাল ১০টায় এক বর্ণাঢ্য র্যালী শেষে বাবলাকোনা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আদিবাসী দিবস উদযাপন কমিটির আহবায়ক প্রয়োদিনী মৃ’র সভাপতিত্বে ও ছাত্র নেতা সুজল চিসিম সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এ.ডি.এম শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিঙ্গাবরুনা ইউপি চেয়ারম্যান ফকরুজ্জামান, শেরপুর জেলা জাসদের সভাপতি মনিরুল ইসলাম লিটন, আদিবাসী নেতা ব্রতিন কুমার ম্রং, বাগাছাস নেতা পবিত্র ম্রং, ছাত্র নেতা শোভন দালবত, পূর্ণ কোচ। বক্তারা আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা, ভূমি অধিকার নিশ্চিত কল্পে পৃথক ভূমি কমিশন গঠন, মাতৃভাষায় শিক্ষা নিশ্চিত করা, আদিবাসীদের ঐতিহ্যগত ভূমির মালিকানা নিশ্চিত করা, জনশুমারীতে আদিবাসী জনগোষ্ঠীর সঠিক ভাবে অন্তর্ভুক্তি, বন বিভাগের মিথ্যা মামলা বন্ধসহ উচ্ছেদের পায়তারা বন্ধ করতে হবে। কর্মসূচিতে আদিবাসী ছাত্র, যুব ও জনগণ প্রায় চারশত জন অংশগ্রহণ করে।
© Deshchitro 2024