|
Date: 2022-10-27 05:21:35 |
কুড়িগ্রামে পুলিশের মাদকবিরোধী অভিযানে
১৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ২
কুড়িগ্রামের উলিপুরে ১৫ কেজি একশো গ্রাম গাঁজাসহ কুখ্যাত দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সুত্রে জানা গেছে, অব্যাহত অভিযানের ধারাবাহিকতায় বুধবার রাতে উলিপুর থানার একটি চৌকস দল মাদকবিরোধী একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
এসময় উলিপুরের গুনাইগাছ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নাগড়াকুড়া টি বাঁধ এলাকায় একটি চলন্ত মোটরসাইকেলের গতিরোধ করে তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ১৫ কেজি একশো গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত দু'জন হলেন চিহ্নিত মাদক কারবারি ফুলবাড়ী উপজেলার অনন্তপুর গ্রামের মোঃ এজাজুল হক (৩৯) ও একই গ্রামের মোঃ হেলাল উদ্দিন (২২)।
পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
© Deshchitro 2024