|
Date: 2022-10-27 05:33:18 |
যশোরের অভয়নগর উপজেলায় শ্রীধরপুর ইউনিয়নের পুড়াখালী ও শংকরপাশা এলাকা হতে বাছুর সহ দুই টি গাভী চুরি হওয়ার খবর পাওয়া গেছে। চুরি যাওয়া গরুর মালিকগন জানান,রাত ১২ টার পর গরুগুলো গোয়াল ঘরে ছিল, কিন্তু সকাল ৬ ঘটিকার সময় দেখি গোয়ালঘরের তালা ভেঙে গরুগুলো কে বা কারা চুরি করে নিয়ে গেছে। গরুর মালিক মোঃ আবুল শেখ জানান, ২৬ অক্টোবর বুধবার রাতে গোয়াল ঘরের তালা ভেঙ্গে নিয়ে যায় সঙ্গবদ্ধ চোরচক্র। যার আনুমানিক মূল্য প্রায় ২ লাখ টাকা বলে জানা গেছে। একই সময়ের মধ্যে শংকপাশার ডালিম বিশ্বাসের বাছুর সহ গাভী চুরি হয়েছে যার আনুমানিক মূল্য ২ লাখ টাকা। এই ঘটনাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। মোঃ আবুল শেখ জানান -তার গরু চুরি হয়ে যাওয়ার পর সন্দেহজনক ভাবে একটি নসিমন আটক করে পরে নির্দোষ প্রমানিত হওয়ায় নসিমন চালককে ছেড়ে দেয়। কিন্তু নসিমন চালককে ছেড়ে দেওয়ার কারণে শংকরপাশার গরু চুরি যাওয়া ব্যক্তির পক্ষের লোকজন চোরের সহোযোগিতা করার অপরাধের কারনে তারা আমাকে না জেনে বেধড়ক মারপিট করেছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিষ্পতির জন্য স্থানীয় চ্যেয়ারমান মোঃ নাসির উদ্দীন মোল্লাকে জানানো হয়েছে বল জানা গেছ।
© Deshchitro 2024