|
Date: 2024-04-23 02:02:53 |
টাঙ্গাইলের মধুপুরে নজরুল একাডেমীর ঈদ পুনর্মিলনী ও বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। ২০ এপ্রিল শনিবার বিকালে উপজেলা হল রুমে নজরুল একাডেমী মধুপুর উপজেলা শাখার আয়োজন করেন।
এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অধ্যাপক মো. আব্দুল আজিজ। প্রধান অতিথি ও নজরুল একাডেমীর পৃষ্টপোষক মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন, বিশেষ অতিথি সহকারী কমিশনার (ভুমি) মো. জাকির হোসেন, নজরুল একাডেমীর সহ-সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক, নজরুল একাডেমীর সদস্য ওস্তাদ মন্টু মিয়া, দীপক কুমার কর্মকার, আব্দুল লতিফ, হুমায়ন কবির, কাওসার আহমেদ, নাজিবুল বাশার, লিয়াকত হোসেন জনী প্রমুখ।
আরোও উপস্থিত ছিলেন সংগঠনের পরিচালনা পরিষদের সদস্য, সুর সাধক, শিল্পীবৃন্দ, সাংবাদিক সুধীজন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবু কাওসার আহমেদ ও হুমায়ন কবির। ঈদ পুনর্মিলনী ও বর্ষবরণ এ উৎসবে একাডেমীর নিজস্ব শিল্পীবৃন্দের অংশগ্রহণে গান, নাচ, কবিতা আবৃত্তির আয়োজন করা হয়। এসময় সকলের অংশগ্রহণে অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে উঠে।
© Deshchitro 2024