আজ বিশ্ব বই দিবস। ১৯৯৫ সালের ২৩ এপ্রিল ইউনেস্কো সর্বপ্রথম বই দিবস উদযাপন করেন। এর পর থেকেই প্রতি বছর ২৩ এপ্রিল উদযাপিত হয় বই দিবস। 

বই দিবসে সকল বইপ্রেমীদের শুভেচ্ছা জানিয়েছেন তরুন লেখক ও সাংবাদিক কাজী এহসানুল হক জিহাদ। 

সকলকে শুভেচ্ছা জানিয়ে জিহাদ বলেন বই দিবস বইপ্রেমীদের জন্য একটি উৎসবের দিন। বই আমাদের একাকীত্বকে দুর করে।  মনের পরিধি বাড়ায়।  এখনো অসংখ্য মানুষ আছে যাদের মোবাইলের নীল স্ক্রীণ থেকে বইয়ের পাতা বেশি প্রিয়।

বই প্রতিটি মানুষের জীবনের একটা অংশ। বইয়ের মাধ্যমে আমরা জ্ঞানলাভ করি। কথায় আছে জ্ঞানহীন মানুষ পশুর সমান। শুধু নাম মাত্র পড়াশুনা করলে হবেনা। আমাদের কিছুটা মূল্যবান সময় বইয়ের পাতাতে দিতে হবে তবেই প্রকৃত জ্ঞানী হওয়া সম্ভব। 

বিশ্ব বই দিবসে সকল বই প্রেমীদের জানাচ্ছি  আন্তরিক শুভেচ্ছা। এখনো যারা বইয়ের ওই পাতায় আসক্ত তাদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা।  

আমাদের জীবনের একাকীত্ব কে দুর করার জন্য বই পড়ার একাগ্রতা সবচেয়ে বেশি প্রয়োজন।

বইকে ভালোবাসুন বইয়ের পাতায় আসক্ত হন দেখবেন জীবনের একাকীত্ব আর দুঃখ কষ্ট কিছুটা হলেও কিছু সময়ের জন্য হলেও ভুলে থাকা সম্ভব।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024