নোয়াখালীতে ট্রাফিক পুলিশ সদস্যদের স্বস্তি দিতে এসপির উদ্যোগ


রিপন মজুমদার বেগমগঞ্জ উপজেলা নোয়াখালী প্রতিনিধি:

বৈশাখের খরতাপে কয়েকদিন ধরেই হাঁসফাঁস করছে মানুষ। প্রচণ্ড তাপদাহে জনজীবন হয়ে উঠেছে দুর্বিষহ। এই তীব্র গরমের মাঝেও খোলা আকাশের নিচে নোয়াখালী  জেলা পুলিশের ট্রাফিক বিভাগের পুলিশ সদস্যরা যানজট নিরসনে ও মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে নিরলসভাবে তাদের দায়িত্ব পালন করছেন। রাস্তায় দীর্ঘক্ষণ রোদে দাঁড়িয়ে থাকা ট্রাফিক সদস্যগণ এতে হিটস্ট্রোকসহ পানি শূন্যতা, মাথাব্যথা ও শারীরিক দুর্বলতায় ভুগে থাকে।


তীব্র গরমে দায়িত্বরত সকল ট্রাফিক পুলিশ সদস্যদের স্বস্তি দিতে এক অনন্য উদ্যোগ গ্রহণ করেছেন নোয়াখালী জেলার মানবিক পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান বিপিএম,পিপিএম ।


উল্লেখ্য এসময় পথচারীসহ চালক ও শ্রমজীবী মানুষের মাঝে মানবিক পুলিশ সুপার বিশুদ্ধ পানি,খাবার স্যালাইন ও জুস নিজহাতে বিতরণ ও খাওয়ান।


এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিজয়া সেন, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ ইব্রাহীম, (বেগমগঞ্জ সার্কেল), নাজমুল হাসান রাজীব (পিপিএম বার)সহ নোয়াখালীর ট্রাফিক পুলিশের সদস্যবৃন্দ ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2023