মাগুরা জেলার শ্রীপুর থানা এলাকা মাগুরা জেলার প্রতারক ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‍্যাব -৬ ভুয়া আইনশৃঙখলা রক্ষাকারী বাহিনীর উধর্বতন কর্মকতা পরিচয় দানকারী প্রতারক এবং স্থানীয় ০১জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬

এরই ধারাবাহিকতায় অদ্য ২৩ এপ্রিল ২০২৪ র‍্যাব-৬, সিপিসি- ২ সুত্র থেকে জানা যায়, ঝিনাইদহ ক্যাম্পের এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে তথ্য প্রাপ্ত হয় যে, মাগুরা জেলার শ্রীপুর থানাধীন কালিনগর গ্রাম এলাকায় দীর্ঘদিন ধরে আইনশৃঙখলা রক্ষাকারী বাহিনীর ভুয়া উধর্বতন কর্মকর্তা পরিচয়ে প্রতারনাসহ মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ক্রয় - বিক্রয় করে আসছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে উক্ত আভিযানিক দলটি আনুমানিক ০৪.১০ ঘটিকার সময় মাগুরা জেলার শ্রীপুর থানাধীন কালিনগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভুয়া উধর্বতন কর্মকতা পরিচয়ে প্রতারনাসহ স্থানীয় মাদক ব্যবসায়ী আসামী মাগুরা জেলার শ্রীপুর থানাধীন কালিনগর থেকে মৃত আরব আলীর পুত্র মোঃ সাইফুল ইসলাম(৩২) কে গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে ২০০ পিস ইয়াবা,০১ টি ভুয়া র্যা ব আইডি কার্ড, ০১ টি বাংলাদেশ সেনাবাহিনীর আইডি কার্ড,০১ টি বাংলাদেশ পুলিশের আইডি কার্ড,০২ টি ভুয়া জাতীয় পরিচয় পত্র, ০১ সেট র্যা বের ইউনিফর্ম, ০১ সেট সেনাবাহিনীর ইউনিফর্মসহ উদ্ধারপূর্বক জব্দ করে।

জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে মাগুরা জেলার শ্রীপুর থানায় হস্তান্তর করে আসামীর বিরুদ্ধে মামলা রুজু করা হয়। 


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2023