|
Date: 2024-04-24 06:31:27 |
গনমানুষের বিষস্ত,,কর্মী বান্ধব নেএী, তথা কথিত নেতাদের মত বেঈমান না, বরং অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন নেএী, বাংলার নারী সমাজের অহংকার।
একজন সাদা মনের মানুষ আধুনিক রাজনৈতিবিদ মৌসুমী ইসলাম একজন সাদা মনের আধুনিক রাজনীতিবিদ. শ্রম, মেধা, সাহসিকতার এক অপূর্ব সমন্বয়ে গড়ে ওঠা একজন রাজনীতিবিদের নাম মৌসুমী ইসলাম । মৌসুমী ইসলাম, সদা হাস্যোজ্জ্বল, প্রাণবন্ত,জনপ্রিয় এই মানুষটি প্রচলিত সীমা অতিক্রম করা এক অসীম প্রতিভাবান ব্যক্তি।
তাঁর রাজনৈতিক বক্তব্য আমি ঘন্টার পর পর ঘন্টা মন্ত্রমুগ্ধের মত শুণেও ক্লান্ত হই না ছাএসমাজ । বিশ্ব রাজনীতি, সামাজিক-মানবিক মূল্যবোধের ওপর তাঁর অসাধারন দখল।কিন্তু তিনি নিজেকে কখনোই জাহির করেন না। রাজনীতিতেও তিনি বরাবর চাওয়া,পাওয়া নিয়ে কোন রকম ছটফট করেন না।
যেকোন পরিস্থিতি অতিক্রম করে আওয়ামীলীগকে সংগঠিত করতে জীবনের ঝুঁকি নিয়ে অক্লান্ত পরিশ্রম করেছেন।পাওয়া না পাওয়া নিয়ে তাঁর মাঝে কোন ক্ষোভ দেখিনি। তিনি এক পরম মুজিব অন্তঃপ্রাণ খাঁটি দেশপ্রেমিক রাজনৈতিক কর্মী, একজন সাদা মনের আধুনিক রাজনীতিবিদ।
© Deshchitro 2024