কুড়িগ্রামে আম গাছের ডাল কাটার জেরে প্রতিবেশীদের হামলা! ভাই বোন নিহত 



কুড়িগ্রামে আম গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিবেশীদের হামলায় দুই ভাই বোনের মৃত্যু হয়েছে। বুধবার (২৬শে অক্টোবর) রাত ৮ টার দিকে রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে। 


নিহতরা হলেন সদরের উপজেলার কাঠালবাড়ী ইউনিয়নের রায়পুর গ্রামের মোঃ আবুল কালাম আজাদ (৭২) ও তার বড় বোন সকিনা বেগম (৭৫)। এসময় নিহত আবুল কালাম আজাদের ছেলে আনিছুর রহমানসহ দুইজন আহত হন।আহতরা কুড়িগ্রাম সদর হাসপাতাল চিকিৎসাধীন রয়েছে। 



স্থানীয়রা ও পুলিশ জানায়, বুধবার দিনের বেলা নিহত আবুল কালাম আজাদের বাড়ির পাশে প্রতিবেশী মোঃ দুলাল মিয়ার আম গাছের ডাল কাটাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। এরই জেরে প্রতিবেশি দুলাল মিয়া ক্ষিপ্ত হয়ে রাত ৮ দিকে লাঠিসোটা নিয়ে আবুল কালামের বাড়িতে এসে হামলা চালায়। এতে আবুল কালাম আজাদ ও তার বড় মোছাঃ ছকিনা বেগম গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন আহত অবস্থায় ভাই বোনকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে।বর্তমানে মরদেহ দুটি হাসপাতালের মর্গে রয়েছে।


কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মোঃ শাহারিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে।



প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024