কুড়িগ্রাম জেলার উলিপুরে বৃষ্টির প্রার্থনায় নামাজ অনুষ্ঠিত হয়েছে। এ বিশেষ নামাজকে ইস্তিকার নামাজ বলা হয়।
২৪ এপ্রিল সকাল ৮ টায় উলিপুরের উপজেলার ধরণীবাড়ি ইউনিয়নের ঐতিহ্যবাহী মাঝবিল ঈদগাহ মাঠে ইস্তিকার নামাজ অনুষ্ঠিত হয়েছে।নামাজে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানবৃন্দ অংশ গ্রহণ করেন। এ নামাজে ইমামতি করেন, চিলমারীর রাজারভিটা মাদ্রাসার অধ্যক্ষ ড. মিনহাজুল ইসলাম।  সালাতুল ইস্তিসকার নামাজে অংশ নেয়া মুসল্লিরা জানান,প্রচন্ড তাপদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। কাঠফাটা রোদে অতিষ্ঠ হয়ে উঠেছে প্রাণীকূল। বৃষ্টি না হওয়ার কারনে ফসল নষ্ট হওয়ার উপক্রম হয়েছে, এ কারণে বৃষ্টি চেয়ে আল্লাহর দরবারে বিশেষ দোয়া করেছেন মুসল্লিরা। আল্লাহর অশেষ রহমতের জন্য সবাই একত্রে এ নামাজ আদায় করেছেন। মোনাজাত পরিচালনা করেন, পান্ডুল উচ্চ বিদ্যালয় এর শিক্ষক মাওলানা মোঃ মোজাফফর হোসেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2023