জয়পুরহাটে নানা কর্মসূচীর মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন , পায়রা উড়িয়ে যুবদলে প্রতিষ্ঠা বর্ষিকী উদ্বোধন করেন জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ শামছুল হক।
পরে দুপুরে শহীদ জিয়ার প্রতিকৃতিতে মাল্যদান, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা যুবদলের সভাপতি এটিএম শাহনেওয়াজ কবির শুভ্রর সভাপতিত্বে বক্তব্য রাখেন , জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ শামছুল হক, যুগ্ন আহবায়ক মাসুদরানা প্রধান,শহর বিএনপির আহবায়ক মতিয়র রহমান, যুবদলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনান ,যুগ্ন আহবায়ক আবু রায়হান উজ্জল সহ অন্যান্যরা।