অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে অভিযুক্ত ব্যক্তিকে এক লক্ষ টাকা জরিমানা করার হয়েছে।

নোয়াখালী জেলার চাটখিল উপজেলার (বুধবার) ২৪ এপ্রিল দক্ষিন রামনারায়নপুর ৬নং ওয়ার্ডে কৃষি জমি থেকে ভেকু দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে আবুল কালাম (৪৭) বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমান, সময় স্থানীয় মেম্বার, ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তা, চাটখিল থানা পুলিশ ও আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা করে।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024