শীলখালীর শীর্ষ ডাকাত ও অপহরণ চক্রের মূলহোতা দেলোয়ার হোসেন প্রকাশ দেলুকে আটক করেছে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ।

বৃহস্পতিবার ভোর ৩ টায় টেকনাফ বাহারছড়ার তদন্ত কেন্দ্রের একটি অভিযানে শীলখালী পাহাড়ের মুরার বাসায় অভিযান চালিয়ে দেলোয়ার হোসেন প্রকাশ দেলুকে আটক করা হয়। এ সময় আরো ১০ থেকে ১৫ জনের একটি দল পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় বলে জানিয়েছেন বাহারছড়ার তদন্ত কেন্দ্রের ইনচার্জ মছিউর রহমান।

সম্প্রতি টেকনাফে ১০ কৃষক অপহরন পূর্বক নির্যাতন করে মুক্তিপণ আদায় করা মামলার অন্যতম আসামী এই দেলোয়ার হোসেন প্রকাশ দেলু। তার বিরুদ্ধে ডাকাতি,অপহরণ সহ অসংখ্য মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানিয়েছেন বাহারছড়ার ইনচার্জ মছিউর রহমান।

সম্প্রতি টেকনাফে ১০ কৃষক অপহরন পূর্বক নির্যাতন করে মুক্তিপণ আদায় করা মামলার অন্যতম আসামী এই দেলোয়ার হোসেন প্রকাশ দেলু। তার বিরুদ্ধে ডাকাতি,অপহরণ সহ অসংখ্য মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানিয়েছেন বাহারছড়ার ইনচার্জ মছিউর রহমান।

আটক দেলোয়ার বাহারছড়ার উত্তর শীলখালীর মৃত আলী আহমেদ প্রকাশ পেটুর ছেলে বলে পুলিশ সুত্রে জানা যায়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2023