কক্সবাজারে তীব্র তাপদাহের কারণে দিনদিন অতিষ্ঠ হয়ে উঠছে জনজীবন। তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পর্যটন নগরী কক্সবাজারে রহমতের বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ করেছে শতশত মুসল্লি ৷


বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে শহরের ঐতিহ্যবাহী হাশেমিয়া কামিল মাদ্রাসা মাঠে এ ইসতিসকার নামাজ আদায় করা হয়।


উক্ত ইসতিসকার নামাজে ইমামতি করেন শহরের বাইতুল মোয়াজ্জেম জামে মসজিদের খতিব মাওলানা নুরুল হুদা। প্রচণ্ড তাপ প্রবাহের কারণে অতিষ্ঠ মানুষ সৃষ্টিকর্তার অনুগ্রহ লাভের জন্য নামাজ শেষে দুই হাত তুলে সৃষ্টিকর্তার কাছে কান্নাকাটি করেন।


তীব্র তাপদাহের কারণে মানুষ, পশুপাখিসহ সবাই খুব কষ্টে আছে। এজন্য তারা বৃষ্টির আশায় নামাজ পড়েন।


প্রিয়নবী (সা.) এমন বৃষ্টি না হওয়ার কারণে সাহাবিদের নিয়ে মাঠে বেরিয়ে যেতেন এবং ইসতিসকার তথা বৃষ্টির জন্য হাত তুলে দোয়া ও নামাজ আদায় করতেন বলে জানান মুসল্লিরা।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024