শ্যামনগরে উদ্বাবনী কৃষি মেলার উদ্বোধন

রনজিৎ বর্মন শ্যামনগরউপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় লিডার্সের আয়োজনে উপজেলা সদরে দিন ব্যাপী উদ্ভাবনী কৃষি মেলার উদ্বোধন করা হয়।

মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম আতাউল হক দোলন। প্রধান অতিথি বক্তব্যে বলেন বাংলাদেশ কৃষি প্রধান দেশ। উপকূলীয় এলাকায় কৃষির বিভিন্ন কৌশল বা প্রযুক্তি নিয়ে যে মেলার আয়োজন করা হয়েছে এটাতে কৃষকরা উপকৃত হবে।

বীর মুক্তিযোদ্ধা মাষ্টার নজরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার নাজমুল হুদা, শিক্ষক রনজিৎ কুমার বর্মন, শ্যামনগর আতরজান মহিলা কলেজের সহকারী অধ্যাপক মানবেন্দ্র দেবনাথ,সাবেক ইউপি সদস্য দেলোয়ারা বেগম প্রমুখ।

মেলায় বীজ সংরক্ষণ, মিনি পুকুর খনন, বিনা চাষে সবজি উৎপাদন, জলবায়ু অধিপরামর্শ পরামর্শ ফোরামের স্টল সহ ১৬টি বিভিন্ন প্রযুক্তির স্টল প্রদান করা হয়েছে। এছাড়া মেলায় কৃষকদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন সহ সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়।

ছবি- শ্যামনগরে উদ্ভাবনী কৃষির মেলার উদ্বোধন করছেন প্রধান অতিথি সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম আতাউল হক দোলন।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2023