|
Date: 2024-04-25 12:17:29 |
টাঙ্গাইলের মধুপুরে প্রচণ্ড তাপদাহে অতিষ্ঠ মানুষ বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় করেন।
২৫ এপ্রিল বৃহস্পতিবার বেলা ১১ টা মধুপুর রাণী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ উলামায়ে মাশায়েখ সংগঠন মধুপুর উপজেলা আয়োজনে এ নামাজ আদায় ও মোনাজাত করেন।
ইসতিসকা নামাজের গুরুত্ব তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন, মধুপুর উলামায়ে মাশায়েখ সংগঠন এর উপদেষ্ঠা ও সাবেক অধ্যক্ষ মনতাজ আলী সংগঠনেের সেক্রেটারি মওলানা মানসুর রহমান।
দুই রাকায়েত নামাজ আদায় শেষে প্রচণ্ড তাপদাহ থেকে রক্ষা ও বৃষ্টির জন্য মোনাজাত পরিচালনা করেন, উপজেলার রাধানগর ফাজিল মাদ্রাসার সিনিয়র মৌলভী ও পোদ্দারবাড়ি ঘোনাপাড়া জামে মসজিদ এর খতিব মাওলানা মোহাম্মদ রিজোয়ানুল্লাহখান (রিদোয়ান)
এ নামাজ ও দোয়ায় এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
© Deshchitro 2024