সাতক্ষীরার কালিগঞ্জে তাপদাহ থেকে বাঁচতে  ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে 


সাতক্ষীরা জেলার কালিগঞ্জে তাপদাহ থেকে বাঁচতে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় করেছে শত শত মুসুল্লি। চলমান তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে মহান আল্লাহর রহমতের বৃষ্টি কামনা 


আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) শহীদ সামাদ স্মৃতি ময়দানে জোহরের নামাজের পর  বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে, ইসতেসকার নামাজ অনুষ্ঠিত হয়। এ নামাজে শত শত মুসুল্লিরা অংশ নেয়। নামাজের ইমামতি করেন উপজেলা জামায়াতের  সহকারী সেক্রেটারি ও নলতা হাটখোলা মাসজিদের খতিব মাওলানা আনোয়ারুল ইসলাম।



নামাজ শেষে মহান আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করে দোয়া মোনাজাত করা হয়। মুসল্লিরা বলেন, বৃষ্টি না হওয়ায় প্রকৃতি উত্তপ্ত হয়ে উঠছে। স্বাভাবিক জীবনযাত্রায় বিরূপ প্রভাব পড়েছে। কৃষি ক্ষেত্রে বিপর্যয় নেমে এসেছে। এমন সংকটাপন্ন পরিস্থিতিতে বৃষ্টিদাতার কাছে ইসতিসকার সালাতের মাধ্যমে প্রার্থনা করেছি ইনশাআল্লাহ খুব শীঘ্রই মহান আল্লাহ  উত্তপ্ত ভূমি শীতল করে দেবেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024