তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি এবং টেকসই উন্নয়ন অর্জনের লক্ষ্যে ১০ দিনে ৫ লাখের অধিক বৃক্ষরোপণের কর্মসূচি ঘোষণা ও প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। এ কর্মসূচি সফল করার লক্ষ্যে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্ট ও আশেপাশের রাস্তায় শতাধিক বৃক্ষরোপণ শুরু করেছে সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ ছাত্রলীগ। গতকাল সোমবার কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগ সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ শাখা আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন কলেজ ছাত্রলীগের যুগ্মআহ্বায়ক মায়মুন উদ্দীন মামুন।

কলেজ ছাত্রলীগের যুগ্মআহ্বায়ক মায়মুন উদ্দীন মামুন বলেনক্যাম্পাসে বনজফলদ ও ভেষজ গাছ রোপণ করেছি। জলবায়ু পরিবর্তনজনিত কারণে দেশব্যাপী তীব্র তাপপ্রবাহ চলমান রয়েছে যা জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রায় মারাত্মক প্রভাব ফেলছে। তীব্র তাপদাহের ফলে এবং প্রকৃতি ও পরিবেশের মাঝে আজ মানুষের অত্যাচারে প্রকৃতি দারুণভাবে রুদ্ররূপ ধারণ করেছেঅবাধে নির্বিচারে বৃক্ষ নিধনবন ধ্বংস আর পাহাড় কাটার ফলেই প্রকৃতি ক্ষেপে উঠেছে ব্যাপকভাবেপ্রকৃতির এই রুদ্র আচরণ থেকে আমাদের পরিত্রাণের জন্য ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা জরুরি। এতে উপস্থিত ছিলেন মীর মুহাম্মদ রবিআরিফ উল্লাহ ওয়াহিদিযুবরাজ দাশরোকন উদ্দিনআসাদুল্লাহীল গালিবএরফান সাজ্জাতআবু সালেকআশফাক উজ জামানপারভেজ মোশাররফ জিসানমেহের ইসলাম আইয়ানসাইমন উদ্দিনমুহাম্মদ তুহিনসাকিবুল আলম প্রমুখ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024