বগুড়ার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। সারাদেশে চলমান তাপদাহের অসহনীয় গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে বগুড়া। গত কয়েকদিনে এ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ। ২৬ এপ্রিল (শুক্রবার) বেলা ৩টায় চলতি বছরের সর্বোচ্চ ৪০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ডের বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুর রহমান। তিনি জানান, বগুড়ায় শুক্রবার ৪০ দশমিক ৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা বগুড়ার ইতিহাসে ২য় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। এর আগে ১৯৮৯ সালে ২১ শে এপ্রিল বগুড়ায় ৪৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড করা হয়েছিল। গত বছর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ দশমিক ২ডিগ্রি। তীব্র তাপদাহ চলমান থাকার ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা খুব কম বলেও নিশ্চিত করেন এই কর্মকর্তা। অন্যদিকে, তীব্র গরম ও বৃষ্টিপাত না হওয়ায় জীববৈচিত্র্যের ওপর ব্যাপক প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। তীব্র তাপদাহে খেটে খাওয়া মানুষদের কষ্টও বেড়েছে।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024