মোঃমেশকাত হোসেন 

আক্কেলপুর উপজেলা প্রতিনিধি:

জয়পুরহাটের আক্কেলপুরে খনন করা পুকুরের মাটি থেকে কালো পাথরের আধা কেজি অথাৎ, ৫৬০ গ্রাম ওজনের একটি মূর্তি উদ্ধার করা হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার কাশিড়া ঘোষপাড়া গ্রাম থেকে কালো রঙয়ের মূর্তিটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের কাশিড়া ৭ নং ওয়াড ঘোষপাড়া কালীতলা পুকুর সংস্কার করে মাটি বিক্রয় করেন পুকুরের মালিক বিপ্লব সাখিদার। ওই মাটিগুলো পাশের বেলি বেগম নামের এক মহিলা কিনে নেন। শুক্রবার সন্ধ্যায় পুকুরের কেনা মাটিগুলো থেকে বেলি একটি পাথরের মূর্তি পান। পরে তিনি সেটা স্থানীয় মূর্তি কারিগর বিনয়কে দেখান। বিনয় মূর্তিটি পূজা করার উদ্দেশ্যে রাতে মন্দিরে রাখেন। খবর পেয়ে আজ সকাল ১১টার দিকে ইউএনও মনজুরুল আলম ঘটনাস্থল থেকে মূর্তিটি উদ্ধার করে নিয়ে যান। 

স্থানীয় মূর্তি কারিগর বিনয় জানান, মূর্তিটি প্রাথমিকভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। এটা সাধারণ পাথরের শিব-পার্বতীর মূর্তি বলে মনে হচ্ছে। পরে এটি প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে।

পাহাড়পুর প্রত্নতাত্ত্বিক জাদুঘরের কাস্টোডিয়ান মোহাম্মদ ফজলুল করিম বলেন, এটি একটি দূর্লভ মূর্তি। আমাদের জাদুঘরে এ ধরণের কালো পাথরের মূর্তি নেই। তবে পোড়ামাটির টেরাকোটা আছে। এটি একটি অমূল্য প্রত্নতাত্ত্বিক সম্পদ। উদ্ধারকৃত মূর্তি জেলা প্রশাসনের মাধ্যমে প্রত্নতত্ত্ব বিভাগে হস্তান্তর করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি কালো পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। পাথরের মূর্তিটির বাম পাশে কিছু অংশ ভাঙা রয়েছে। এর ওজন ৫৬০ গ্রাম ও উচ্চতা ৬ দশমিক ২ ইঞ্চি।

তিনি আরও বলেন, মূর্তিটি আপাতত জেলা ট্রেজারিতে রাখা হবে। তবে মূর্তিটি কোন ধরণের পাথরের তা নিশ্চিত হওয়া যায়নি।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2023