|
Date: 2024-04-27 08:51:07 |
তাপদাহ থেকে রক্ষা পেতে এবং বৃষ্টির জন্য বগুড়ার সারিয়াকান্দিতে বিশেষ নামাজ ইসতিসকার আদায় করা হয়েছে।
শনিবার (২৭এপ্রিল) সকাল ১০টায় উপজেলার বাড়ইপাড়া কেন্দ্রীয় ইদগাহ মাঠে বৃষ্টির আশায় এই বিশেষ নামাজ আদায় করা হয়।
উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত ধর্মপ্রাণ মুসলমানদের ইমাম হিসেবে নামায পরিচালনা করেন সারিয়াকান্দি সিনিয়র ফাযিল ডিগ্রি মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও সারিয়াকান্দি কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মাওলানা আবুল কাসেম।
এ সময় উপস্থিত সবাই সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য দুই রাকাত নফল নামাজ পড়েন। নামাজ শেষে দাবদাহ থেকে পরিত্রাণ পেতে মোনাজাত করা হয়। মোনাজাতে সকল মুসল্লি রহমতের বৃষ্টির আশায় আল্লাহর কাছে কান্নাকাটি করেন। একইসাথে পুরো দেশের জন্য বৃষ্টির আশায় দোয়া করা হয়।
নামায শেষে খুতবা দেন কর্ণিবাড়ি দাখিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল মাজেদ।
মোনাজাত পরিচালনাকারী আলহাজ্ব মাওলানা আবুল কাসেম বলেন, মানবজাতি যখন সীমাহীনভাবে স্বেচ্ছাচারিতা করেন, তখন আল্লাহ মানুষকে সঠিক পথে আনার জন্য এই প্রাকৃতিক দুর্যোগ দিয়ে থাকেন। মহানবী হযরত মুহাম্মদ (সা.) তার সময় থেকেই সাহাবীদের নিয়ে এই নামাজ আদায় করতেন। আমরা আজ মোনাজাতের মাধ্যমে আল্লাহর দরবারে গুনা মাফ চেয়েছি।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমির মাওলানা জহুরুল ইসলাম, সারিয়াকান্দি সিনিয়র ফাযিল ডিগ্রি মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওঃ আব্দুল মান্নান সহ অধ্যাপক মোখলেছুর রহমান, প্রভাষক রেজাউল করিম, জহুরুল ইসলাম, আব্দুল মাজেদ, আব্দুর রহমান, পৌর বিএনপি'র সহ সভাপতি আমিরুল মোমিন পিন্টু, মাওঃ হেলালুজ্জামান প্রমুখ।
© Deshchitro 2024