|
Date: 2024-04-27 10:08:27 |
নীলফামারীর ডোমারের ঐতিহ্যবাহী সামাজিক ও অরাজনৈতিক সংগঠন 'শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তন'-এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠান শুরুতে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী সকলের পাশাপাশি প্রতিষ্ঠানটির যেসকল আজীবন সদস্যবৃন্দ মৃত্যুবরণ করেছেন, তাদের সবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও শোক প্রস্তাব পেশ সহ তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় সংগঠনটির বাৎসরিক আয়-ব্যয়ের প্রতিবেদন পেশ করেন- শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তনের অর্থ সম্পাদক শেখর চন্দ্র সাহা।
শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তন এর সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোঃ আল-আমিন রহমানের সঞ্চালনায় প্রতিষ্ঠানের সংবিধান সংশোধনের উপর আজীবন সদস্যদের মধ্যে থেকে বক্তব্য প্রদান করেন- সাবেক সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মোঃ খায়রুল আলম বাবুল, সাবেক সাধারণ সম্পাদক আবু সুফিয়ান লেবু, ময়নুল হক, আজীবন সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ শমশের আলী, আনোয়ারুল হক আনু, সালাহউদ্দিন, মোসাব্বের হোসেন মানু, মোঃ রবিউল আলম, আইয়ুব আলী, মিনহাজুস সাবির সিমু, ডেইজি নাজনীন মাশরাফি নীনা প্রমুখ।
২০২২ সালের ৫ই এপ্রিল থেকে শুরু করে আগামী ২০২৫ সালের ৪ঠা এপ্রিল পর্যন্ত তিন বছর মেয়াদী বর্তমান ১৬ সদস্যর কার্যনির্বাহী পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মনছুরুল ইসলাম দানু, সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরননবী, সহ-সভাপতি মোঃ মোজাফফর আলী, মোঃ আখতারুজ্জামান সুমন, সাধারণ সম্পাদক মোঃ আনজারুল হক, সহ-সাধারণ সম্পাদক মোঃ রওশন রশীদ, অর্থ সম্পাদক শেখর চন্দ্র সাহা, গ্রন্থাগার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন, ক্রীড়া সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ সহিদার রহমান মানিক, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোঃ আল-আমিন রহমান, কার্যনির্বাহী সদস্য রাশেদ মাহমুদ উজ্জ্বল, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, মোঃ মিজানুর রহমান সোহাগ, মোঃ হাফিজুর রহমান মন্ত্রী, মোঃ সাজ্জাদ কিবরিয়া পাপ্পু এবং সংরক্ষিত মহিলা সদস্য নাজিরা আখতার ফেরদৌসী চৌধুরী দ্বায়িত্ব পালন করবেন বলে জানায় কর্তৃপক্ষ।
উল্লেখ্য, শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তনটি ১৯৫০ সালে স্থাপিত হয়ে একটি পরিপূর্ণ প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত হয়েছে আজ। বর্তমানে এই প্রতিষ্ঠানের আজীবন সদস্য ৪০৪ জন। এরমধ্যে মৃত্যুবরণ করেছেন ৫৮ জন। বর্তমানে আজীবন সদস্য ৩৪৬ জন। বর্তমানে পাঠাগারে বইয়ের সংখ্যা ৬ হাজার ৪৮৩টি।
পরিশেষে, সকলের মতামতের ভিত্তিতে শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তনের গঠনতন্ত্র সংশোধনী পাশ এবং গত ২ বছরের উন্নয়নের ফিরিস্তি ইত্যাদি বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
© Deshchitro 2024