|
Date: 2024-04-27 10:15:50 |
অতি তীব্র দাবদাহ ও আর গরমে অতিষ্ঠ সারা দেশের ন্যায় যশোরের অভয়নগরের জনজীবন। জেলার আসপাশের এলাকায় বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ অপরদিকে দেশের সর্বোচ্চ তাপমাত্রাও রেকর্ড করা হয়েছে জেলার আশপাশের এলাকায়। এমন অবস্থার পরিত্রাণ পেতে মহান আল্লাহ তায়ালার কাছে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে আল্লাহর কাছে বৃষ্টি চেয়ে দোয়া অনুষ্ঠিত হয়।
শনিবার (২৭ এপ্রিল)জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ অভয়নগর থানা শাখার উদ্যোগে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে সকাল ৯ টার সময় ইসতিসকার নামাজ অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইমা পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক মুফতি আজিম উদ্দীন কাসেমী, সাংগঠনিক হাফেজ মাওলানা শাহাদাৎ হোসাইন,সহ- সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা শফিউল আলম, প্রশিক্ষন সম্পাদক মুফতি আরাফাত হাবিবী,প্রচার সম্পাদক মুফতি জাকির হোসাইন,
বায়তুল মাল বিষয়ক সম্পাদক মাওলানা হারুনুর রশিদ,আলিয়া মাদ্রাসা বিষয়ক সম্পাদক মৌলভী আব্দুল করিম, মাওলানা জাকারিয়া হোসেন সদর বাংলাদেশ মুজাহিদ কমিটি অভয়নগর থানা শাখা মাওলানা ওসামা আস-সাইফী সভাপতি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ অভয়নগর থানা শাখা। মুফতি সুহাইল আহমাদ, প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এছাড়াও আনেক ধর্মপ্রান মুসল্লীরা উপস্থিত হন উক্ত নামাজে।
© Deshchitro 2024