|
Date: 2024-04-27 12:25:00 |
কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়া উপকুলে জুড়েঁ চলতি মৌসুমে লবণের উৎপাদন বেড়েছে। আবহওয়া অনুকুলে থাকায় প্রতি একরে ৩/৪শত মন লবণ উৎপাদন হয়েছে। গত অক্টোবর মাসের মাঝা-মাঝি সময়ে পুরোদমে লবণ চাষ শুরু হয় উপজেলা জুঁড়ে। আর চাষ শুরুতে লবণে মূল্য স্বাবাভিক থাকায় চাষীরা উৎসাহ নিয়ে চাষ করতে নামে চলতি মৌসুমে। চলতি মৌসুম শুরুতে লবণের মূল্য সহনীয় পর্যায়ে থাকায় চাষীদের মনে প্রচুর আনন্দ থাকলে,মাঝামাঝি সময়ে উৎপাদিত লবণের দাম কমতে থাকায় চাষীদের মনের আনন্দ থেমে যায়। অনেক চাষীরা লোকসানের শংকায় দিনাতি পাত করছেন। চলতি মৌসুমে চাষীরা লোকসান পোষায়ে নিজেদের স্বাবলম্বি হওয়ার স্বপ্ন দেখে লবণ চাষ শুরু করেছেন।তবে দিন দিন সব পন্য সামগ্রীর দাম বাড়লেও শুধু লবণের দাম কমেছে।
© Deshchitro 2024