লাখাইয়ে শিক্ষক দিবস-২০২২ উদযাপন উপলক্ষে   উপজেলার সরকারি -বেসরকারি প্রাথমিক, মাধ্যমিক, ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের  শিক্ষক ও শিক্ষার্থীদের এক বিশাল র্যালি   উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্য্যালীর অগ্রভাগে ছিলেনউপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিন,  লাখাই মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ জাবেদ আলী, এডভোকেট আবু জাহির  মডেল কলেজের অধ্যক্ষ মোঃ রফিক আলী, জিরুন্ডা মানপুর তোফায়লিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আবুনাইম মোঃ জুনাইদ, করাব রহমানিয়া দাখিল মাদ্রাসার সুপার মুফতি রফিকুল ইসলাম, কালাউক উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক আব্দুল মোতালেব, বামৈ মডেল সরকারি  উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদ, বি,এস,উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল করিম, শিক্ষক প্রানেশ গোস্বামী, প্রানেশ রন্জন দাসসহ শিক্ষক মন্ডলী।র্যালি পরবর্তী  প্রতিটি বিদ্যালয়ে দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024