সিরাজগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে চলমান তাপদাহে বাস যাত্রী ও পথচারীদের মাঝে বিনামূল্যে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন,কোমল পানি বিতরণ করা হয়েছে।

রবিবার (২৮ এপ্রিল) সকালে গোল চত্বর বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড়ে সিরাজগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে সুপেয় পানি বোতল,স্যালাইন ও কোমল পানি বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শামীম তালুকদার লাবু।

প্রধান অতিথি মোঃ শামীম তালুকদার লাবু বলেন ,সারাদেশে তীব্র তাপদাহ চলছে জনজীবন হয়ে উঠেছে দুর্বিষহ ও বিপর্যস্ত। সিরাজগঞ্জ জেলা পরিষদ উদ্যোগে চলমান তাপদাহে বাস যাত্রী ও পথচারীদের মাঝে বিনামূল্যে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে। সিরাজগঞ্জ জেলা পরিষদ সব সময় জেলার সকল ভালো কাজ গুলো করে যাবে। 

এসময় উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ জেলা পরিষদের (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান,বঙ্গবন্ধু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী,প্যানেল চেয়ারম্যান শরিফুল ইসলাম তাজফুল,প্যানেল চেয়ারম্যান আমিনুল ইসলাম,সদস্য একরামুল হক, সদস্য নার্গিস খাতুন সহ জেলা পরিষদের  কর্মকর্তা কর্মচারী প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া সাংবাদিক বৃন্দ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024