|
Date: 2024-04-28 23:47:57 |
'বিশ্ব নাচে ছন্দময়, আসবে শান্তি কাটবে ভয়'–এই স্লোগানে নীলফামারীতে তিনদিন ব্যাপী নৃত্য উৎসব-২০২৪ চলছে। সেখানে ডোমার উপজেলার 'স্পন্দন নৃত্য একাডেমি'-এর ৪ ক্ষুদে শিক্ষার্থী সৃজনশীল ও লোকনৃত্য প্রতিযোগিতায় রৌপ্য পদক অর্জন করেছেন।
বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নীলফামারী জেলা শাখার আয়োজনে ও জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় গত শনিবার (২৭শে এপ্রিল) সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত একক সৃজনশীল ও লোকনৃত্য প্রতিযোগিতায় ডোমারের স্পন্দন নৃত্য একাডেমির ৪ শিক্ষার্থী অংশগ্রহণ করে ৫টি রৌপ্য পদক অর্জন করে। এতে আনন্দ প্রকাশ করেছেন সংগঠনটির নেতৃবৃন্দ ও রৌপ্য পদক অর্জনকারীদের স্বজনরা।
প্রতিযোগিতায় লোকনৃত্য ও উচ্চাঙ্গ নৃত্যে ডোমারের স্পন্দন নৃত্য একাডেমির শিক্ষার্থী 'মৌমিতা রায়', লোকনৃত্যে 'আশিস রায়', ভরতনাট্যমে 'জাহ্নবী রায় জয়ী' ও সৃজনশীল নৃত্যে মনীষা রায় ঐশী রৌপ্য পদক অর্জন করেন।
এবিষয়ে তাদের প্রশিক্ষক বিটিভির নিয়মিত নৃত্যশিল্পী মোঃ ফেরদৌস বলেন, 'তারা আমার শিক্ষার্থী। তারা নৃত্যে ব্যাপক মেধাবী। যা ইতোমধ্যে জাতীয় পুরষ্কার অর্জনের মাধ্যমে প্রমাণ করেছে তাদের প্রতিভা। আশা রাখছি, আমার শিক্ষার্থীরা দেশবরেণ্য নৃত্যশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত হবে। আমি তাদের অভিনন্দন জানাই। তাদের জন্য অনেক দোয়া রইলো।'
উল্লেখ্য, সোমবার (২৯শে এপ্রিল) বিকাল ৪টা থেকে তিনদিন ব্যাপী নৃত্য উৎসবের শেষ দিনে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, প্রদীপ প্রজ্জ্বলন, আলোচনা সভা, উদীয়মান নৃত্যশিল্পীদের সংবর্ধনা ও উত্তরীয় প্রদান, মনোজ্ঞ নৃত্যানুষ্ঠান ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হবে।
© Deshchitro 2024