১ম ধাপে বগুড়ার সারিয়াকান্দিতে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ এপ্রিল) উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ের আয়োজনে আব্দুল মান্নান সরকারি মহিলা কলেজে ২দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোঃ মাহমুদ হাসান।

উক্ত কর্মশালায় আরও উপস্থিত ছিলেন, সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সবুজ কুমার বসাক, সারিয়াকান্দি উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সোহাগ চৌধুরী, শেরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা এ এস এম জাকির হোসেন, সহকারী নির্বাচন কর্মকর্তা মোঃ আলী হোসেন প্রমুখ।

উল্লেখ্য, উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন সকল প্রকার নিরাপত্তা ব্যবস্থা সহ সর্বাত্মকভাবে কাজ করছে বলে নিশ্চিত করেছেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোঃ মাহমুদ হাসান।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024