আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের ৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে করোনা ভাইরাস প্রতিরোধে কোভিড-১৯ টিকাদান কার্যক্রম পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল থেকে বিকাল পর্যন্ত টিকাদান কার্যক্রম পরিচালনা করা হয়।
ইউনিয়নে নওয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্বেতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বুধহাটা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বুধহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে টিকাদান কার্যক্রম পরিচালনা করা হয়। স্কুলের ৫-১১ বছর বয়সী ৫২৮ জন ছেলে শিশু ও ৫১৮ জন মেয়ে শিশুদেরকে কোভিড-১৯ টিকা দেওয়া হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুল হক দিকাদান কেন্দ্র পরিদর্শন করেন এবং সার্বিক বিষয় সম্পর্কে খোঁজ খবর নেন। স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত কর্মীবৃন্দ টিকা প্রদান করেন। সুপারভাইজারের দায়িত্বে ছিলেন, স্বাস্থ্য সহকারী আবু মুছা।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024