|
Date: 2024-04-29 14:00:24 |
বিশ্ব নৃত্য দিবস-২০২৪ উপলক্ষে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী,কক্সবাজার জেলা সংসদের আয়োজনে উদবোধন হল ‘কক্সবাজার নৃত্য উৎসব ‘ ২৯ এপ্রিল,২০২৪, সোমবার পাবলিক লাইব্রেরির শহিদ সুভাষ হলে দুইদিনব্যপী আয়োজিত এই অনুষ্ঠানের উদবোধন ঘোষণা করেন সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক মানজারুল ইসলাম চৌধুরী।
নৃত্যের তালে তালে, নটরাজ / ঘুচাও সকল বন্ধ হে।
সুপ্তি ভাঙাও, চিত্তে জাগাও / মুক্ত সুরের ছন্দ হে –
স্লোগানে কক্সবাজারে প্রথমবারের মত আয়োজিত এই নৃত্য উৎসবের উদবোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট, কক্সবাজারের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলন, খেলাঘর কেন্দ্রীয় পরিষদ সদস্য সাংবাদিক জাহেদ সরওয়ার সোহেল,কবি মানিক বৈরাগী,বিশিষ্ট নৃত্যশিল্পী এম.আর ওয়াসেক,শেখ আবিদুর রহমান কচি, জেলা খেলাঘরের সভাপতি সুবিমল পাল পান্না,সম্পাদক এম জসীম উদ্দিন,অধ্যাপক রাধু বড়ুয়া,সত্যেন সেন শিল্পীগোষ্ঠী,কক্সবাজারের সভাপতি খোরশেদ আলম, সম্পাদক মনির মোবারক সহ আরো অনেকে।
এই আয়োজনে সংগীত ও নৃত্য পরিবেশন করে সংগঠনটির সংগীত ও নৃত্য বিভাগের শিক্ষার্থীরা। প্রদীপ জ্বালিয়ে দুইদিন ব্যপী এই আয়োজনের উদবোধন ঘোষণার পরপরই অনুষ্ঠিত হয় ‘বিশ্ব নৃত্য দিবস ২০২৪’ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা।
এই উৎসবে আগামীকাল থাকবে সম্মাননা প্রদান,কথামালা,পুরস্কার বিতরণ এবং নৃত্যানুষ্ঠান।
© Deshchitro 2024