সোমবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্তরে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়।


প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় ২০২৩-২৪ অর্থবছরের ১ম ও ২য় কিস্তীর উপজেলার বিভিন্ন এলাকার ১০জন নারী শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল, প্রাথমিক পর্যায়ের ৩৫জন শিক্ষার্থীর মাঝে মাথাপিছু ২হাজার ৫শত টাকা করে, মাধ্যমিক পর্যায়ে ২৫জন ছাত্র ও ছাত্রীর মাঝে মাথাপিছু ৬হাজার টাকা করে ও কলেজ পর্যায়ে ১২ জন শিক্ষার্থীর মাঝে ৯হাজার ৫শত টাকা করে শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে।


বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার নাজিবুল আলম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রিফাত।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024