|
Date: 2024-04-30 09:07:18 |
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সরকারি তিতুমীর কলেজে ১৭ এপ্রিল মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গত ২৮ এপ্রিল (রবিবার) ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগে ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা’ প্রতিপাদ্য বিষয়ের মুখ্য আলোচক ছিলেন বাংলা একাডেমির ফেলো, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব প্রফেসর ড. রতন সিদ্দিকী।
ড. রতন সিদ্দিকী তাঁর অসাধারণ বাচনভঙ্গিতে এবং মহান মুক্তিযুদ্ধের একজন সাক্ষী হিসেবে ১৭ এপ্রিল মুজিবনগর দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরেন। বিশ্ববাসীর অকু্ন্ঠ সমর্থন লাভের জন্য এমন একটি সরকার গঠনের প্রয়োজন ছিল বলেও তিনি উল্লেখ করেন। এক্ষেত্রে তিনি ফিলিস্তিনের সাবেক প্রেসিডেন্ট ইয়াসির আরাফাতের প্রসঙ্গ উল্লেখ করেন, যিনি বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত থেকে আলোচনা অনুষ্ঠানকে অর্থবহ করে তোলে।
অনুষ্ঠানের শেষ অংশে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী অয়ন কুমার শিল্পী দ্বিজেন্দ্রলাল রায়ের বিখ্যাত গান ‘ধনধান্য পুষ্প ভরা, আমাদের এই বসুন্ধরা’ গানটি গেয়ে দর্শক শ্রোতাদের মুগ্ধ করেন।
উল্লেখ, তাপপ্রবাহের তীব্রতার কথা বিবেচনা করে অনুষ্ঠানে শিক্ষার্থীদের শরবত পানের ব্যবস্থা করা হয়।
© Deshchitro 2024