চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষক সমিতির নির্বাচন-২০২৪-এর কার্যনির্বাহী কমিটির  ১১টি পদের নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন  উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আইন বিভাগের অধ্যাপক ড. এবিএম আবু নোমান। 

মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে।  সমাজবিজ্ঞান অনুষদের মিলনায়তনে ভোট গ্রহণ কাজ সম্পাদক করে নির্বাচন কমিটি। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক এমদাদুল হক।

নির্বাচনে মোট ভোট দিয়েছেন ৮৮২ জন শিক্ষক।আওয়ামী ও বামপন্থী শিক্ষকদের হলুদ দলের ২২ জন প্রার্থী বিভক্ত হয়ে এবারের নির্বাচনে অংশ নেন। বিএনপি ও জামায়াতপন্থী শিক্ষকের কোনো সদস্য এবারের নির্বাচনে অংশ নেননি।সভাপতি পদে অধ্যাপক ড. মাহবুবুর রহমান রহমান ৪৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সহসভাপতি পদে নৃবিজ্ঞান বিভাগের মুহাম্মদ আলাউদ্দিন ৪৫২ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন।

 সাধারণ সম্পাদক পদে আইন বিভাগের অধ্যাপক ড. এবিএম আবু নোমান পেয়েছেন ৩৯১ ভোট।

কোষাধ্যক্ষ পদে এহিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক শাহনেওয়াজ মাহমুদ সোহেল ৩৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

৬ সদস্য পদে আধুনিক ভাষা ইনস্টিটিউটের মঞ্জুরুল আলম, ফিশারিজ বিভাগের অধ্যাপক মো. রাশেদ-উন-নদী, নৃবিজ্ঞান বিভাগের এসএম সাদাত আল সাজীব, পদার্থবিদ্যা বিভাগের ড. একেএম রেজাউর রহমান, সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক এসএম মনিরুল হাসান ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ড. এএসএম বোরহান উদ্দীন নির্বাচিত হয়েছেন।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024