তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও এসডিজি অর্জনের লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগের ৫ লাখ বৃক্ষরোপণ কর্মসূচি সফল করার লক্ষ্যে নীলফামারীর ডোমারে পৃথকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি করেছে উপজেলা, পৌর ও সরকারি কলেজ শাখা ছাত্রলীগ।
মঙ্গলবার (৩০শে এপ্রিল) সকালে ডোমার সরকারি কলেজ প্রাঙ্গনে কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ মনিরুল ইসলাম মনির ও সাধারণ সম্পাদক মোঃ স্বপন রহমানের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন তারা। এসময় আরও, উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ সাকিব সেলিম শুভ প্রমুখ সহ কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ।
অপরদিকে, উপজেলা শহরের ছোটরাউতার ডাকবাংলো এলাকায় উপজেলা ও পৌর শাখা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচিটি বাস্তবায়ন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ডোমার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সোহানুর রহমান সোহান, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ রাহাল ইসলাম ছোটন, তানভীর আহমেদ, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ মাজেদুর রহমান পরান, পৌর ছাত্রলীগের সভাপতি অভিজিৎ সর্বজ্ঞ পাপন প্রমুখ সহ অন্যান্য নেতৃবৃন্দ।