আব্দুল মোমিন শেরপুর বগুড়া

চলমান তীব্র দাবদাহে বগুড়ার শেরপুরে পিপাসার্ত শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের মাঝে সুপেয় পানির বোতল ও খাবার স্যালাইন বিতরণ করেছেন খামার কান্দি ইউনিয়নের শুভগাছা গ্রামে গ্রাজুয়েট এসোসিয়েশন সদস্যরা।

আজ ০১ মে বুধবার, সকাল ১১ টার দিকে বগুড়ার শেরপুরে উপজেলা খামার কান্দি ইউনিয়নে শুভগাছা গ্রামে  গ্রাজুয়েট এসোসিয়েশন সদস্যরা।

কর্তৃক শ্রমজীবী মানুষের মাঝে  মাথার ক্যাপ ও পানির বোতল এবং  স্যালাইন বিতরণ করা হয়েছে।  প্রচণ্ড তাপদাহে মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা এবং  উৎসাহিত করতে মাঠে কাজ করছে গ্রাজুয়েট এসোসিয়েশন সদস্যরা।  তারা  শুভগাছা বাজার ও  ধান ক্ষেতে, হাটে, বাজারে এ কার্যক্রম পরিচালনা করেন। উক্ত অনুষ্ঠানে গ্রাজুয়েট এসোসিয়েশনের অন্যতম সদস্য মাওলানা ঈমাম হোসাইন, হাবিবুল্লাহ বেলালী,শফিকুল ইসলাম, মাসুদুর রহমান, রেজাউল করিম,সাংবাদি আব্দুল মোমিন,মো:রাসেল আহম্মদে,সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

পানির বোতল বিতরণ, ধানকাটা মাঠের শ্রম জীবি মানুষের খোজখবর নেয়া ও মাথার ক্যাপ এবং স্যালাইন  বিতরন করায় এলাকার মানুষ সন্তুষ্টি প্রকাশ করেছে ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024