শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ১ মে বুধবার বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আন্তর্জাতিক মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বিভিন্ন শ্রমিক সংগঠন, আলোচনা সভা ও শোক র‍্যালিসহ বিভিন্ন কর্মসূচি পালন করে। কর্মসূচিতে অতিথি হিসেবে অংশ নেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল কবীর, অফিসার ইনচার্জ (ওসি) মো. বছির আহমেদ বাদল। এছাড়াও অন্যান্যদের মধ্যে অংশ নেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠন পৃথক পৃথক ভাবে এ কর্মসূচির আয়োজন করে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024