|
Date: 2024-05-01 11:22:31 |
মহান মে দিবস উপলক্ষে রাজশাহীর তানোরে শ্রমিকদের মাঝে বিশিষ্ট সমাজসেবক ও তানোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল বাসার সুজনের পক্ষ থেকে গেঞ্জি ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে তানোর পৌর এলাকার কালিগঞ্জ বাজার ও থানার মোড় সহ বিভিন্ন স্থানে ইমারত নির্মাণ শ্রমিক ও অটো ভ্যান,সিএনজি চালকদের মাঝে এসব গেঞ্জি ও খাদ্য, বিশুদ্ধ পানি বিতরণ করেন এই তরুণ সমাজসেবক আবুল বাসার সুজন। এসময় আবুল বাসার সুজন বলেন,সবচেয়ে বেশি অবহেলিত শ্রমিকরা,তাঁরা দিনরাত মাথার ঘাম পায়ে ফেলে শ্রম দিয়ে যান। তাদের কথা কেউ ভাবেন না। যখন মহান মে দিবস আশে তখন তাদের কথা মনে পড়ে। কিন্তু সারা বছরে তাদের কথা কেউ চিন্তা করে না। আমাদের সর্বপ্রথম শ্রমিকদের মর্যাদা দিয়ে সম্মানিত করা উচিৎ।
© Deshchitro 2024