বিশ্বজুড়ে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় পালন করা হয় মে দিবস। ১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের শ্রমিকেরা আটঘণ্টা কর্মদিবসের দাবিতে নিজেদের রক্ত দিয়েছিলেন। এরপর থেকে দিনটি ‘মে দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।‘শ্রমিক- মালিক গড়বো দেশ
স্মার্ট হবে বাংলাদেশ’
মহান মে দিবসের এ প্রতিপাদ্যের আলোকে 
দিনটি যথাযথ মর্যাদায় পালনের জন্য কুড়িগ্রাম জেলার উলিপুরে বিভিন্ন শ্রমিক  সংগঠন কর্মসূচি পালন করে। সকাল থেকেই উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে একে একে ফুলের তোরা নিবেদন করে সংগঠনগুলো। এর মধ্যে ছিল কুড়িগ্রাম জেলা  বাস- মিনিবাস শ্রমিক ইউনিয়ন উলিপুর উপজেলা শাখা, ট্রাক ট্যাংক লরি শ্রমিক ইউনিয়ন, উলিপুর থানা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, অটোরিকশা- অটো টেম্পু, সিএনজি ইউনিয়ন, রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন, উলিপুর বাজার দোকান কর্মচারী ইউনিয়ন, থানা লোড আনলোড শ্রমিক ইউনিয়ন, হকার শ্রমিক ইউনিয়ন। 
শহীদ মিনারের সমাবেশে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম-৩ উলিপুর আসনের জাতীয় সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা। 
পরে একটি বিশাল র‍্যালী শহরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে। উলিপুর বড় মসজিদ মোড়ে একটা  ও  অপর একটি সমাবেশ পোস্ট অফিস মোড়ে অনুষ্ঠিত হয়েছে।  সমাবেশে বক্তব্য রাখেন, উলিপুর পৌরসভার মেয়র মামুন সরকার মিঠু, জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সাজাদুর রহমান তালুকদার সাজু, বাস- মিনিবাস শ্রমিক ইউনিয়ন উলিপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাজু, সভাপতি লিটন মিয়া প্রমূখ। 
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024