কুতুবদিয়া উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে  ভাইস চেয়ারম্যান পদে  চশমা প্রতীকের প্রার্থী জুনাইদুল হককে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বিকেলে কুতুবদিয়া উপজেলার আজম সড়কে কলেজ গেইটের সামনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জর্জ মিত্র চাকমা ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 
এ বিষয়ে জর্জ মিত্র চাকমা বলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীকের প্রার্থী জুনাইদুল হক মাহিন্দ্রা  ও জীপগাড়ি নিয়ে শোডাউন ও মিছিল সহকারে প্রচারণা চালান। এতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হয়েছে। তাই তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সুষ্ঠু নির্বাচন পরিচালনার লক্ষ্যে এ অভিযান অব্যাহত থাকবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024