শ্রমিক দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের উদ্যোগে শ্রমিক সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। 


আজ বুধবার ( ০১ মে)  সকাল ১০ টায় লক্ষ্মীপুর দক্ষিণ স্টেশন থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়। 


 বক্তারা বক্তব্যে বলেন,  ইসলামী শ্রমিক আন্দোলন গঠনের প্রেক্ষাফট নিয়ে বলেন এ দেশে বসবাস মানুষের মধ্যেশতকরা ৮০ ভাগ মানুষই শ্রমজীবী। শ্রমজীবী মানুষ তাদের মানবিক মর্যাদা ও ন্যজ্য অধিকার আদায়ের দাবিতে বিভিন্ন সময় আন্দোলন করছে। এহেন আন্দোলনের সুযোগে অনেকে শ্রমিকের দরদী সেজে তাদেরকে প্রতারিত করে।নিজেদের আখের গুচ্ছাচ্ছে। তথাকথীত শ্রমিক সংগঠনের নেতাদের অশুভ তৎপরতার কারনে অনেক মিল,কলকারখানা বন্ধ হচ্ছে। অনেক শিল্প প্রতিষ্ঠান লোকসানী প্রতিষ্ঠান পরিণত হয়ে দেওলিয়া হয়ে যাচ্ছে, এ কারনে লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে মানবেতর জীবন জাপান করছে।শ্রমিকের এই দুঃসহ অবস্থার সুযোগে একশ্রেণীর সার্থন্বেষী কৃত্রিম শ্রমিক দরদী নেতার জন্ম হয়েছে।


এসময়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মোঃ দেলোয়ার হোসেন, 

বিশেষ মেহমান ছিলেন জেলা সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন, সাবেক মেয়র প্রার্থী মাওলানা জহির উদ্দিন ও  লক্ষীপুর পৌর সাভাপতি হাফেজ লোকমান মাজহারী সহ আরো অনেকে। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024