|
Date: 2024-05-02 07:30:51 |
কক্সবাজারের টেকনাফে একই পরিবারের ৩ জনকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২ মে) রাত ৩টার দিকে তাদেরকে অপহরণ করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
অপহরণের বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. আলী ।
অপহৃতরা হলেন- হ্নীলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মোছনী গ্রামের আশরাফ জামানের পুত্র নীর আহমেদ (৬০), হাবিবুর রহমান (৫৫) ও তার ছেলে নুর ফয়েজ (১৩)। তারা একই পরিবারের সদস্য।
জানা গেছে, প্রতিদিনের মতো হ্নীলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মোছনী গ্রামের বাসিন্দা নীর আহমেদ, হাবিবুর রহমান ও তার শিশু ছেলে নুর ফয়েজ নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প ও এপিবিএন অফিসের পশ্চিম পাহাড়ের পাদদেশে ধান ক্ষেত পাহারা দিচ্ছিলেন। এসময় রাত ৩টার দিকে একদল দুর্বৃত্ত এসে তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করে।
এদিকে অপহরণের শিকার হওয়ায় মোছনী এলাকার জনগণ বিক্ষুব্ধ হয়ে উঠেছে। তারা মোছনী রোহিঙ্গা ক্যাম্পের চলাচলের রাস্তায় বিক্ষোভ করছে। এতে এলাকার জনগণ অংশ গ্রহণ করে অবিলম্বে অপহৃতদের মুক্তির ব্যবস্থা করতে প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানান।
সম্প্রতি অপহরণের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। রেহাই পাচ্ছে না ছাত্র, শিক্ষক, রাখাল, দিন মজুর, এনজিও কর্মীসহ সাধারণ বাসিন্দা। শুধু স্থানীয়রা নই, অপহরণের শিকার হচ্ছে বাস্তুচ্যুত রোহিঙ্গারাও।
উল্লেখ্য যে, অপহৃত হাবিবুর রহমান গেল ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেছিলেন। সে একজন এলাকার পরিচিত ব্যক্তি।
© Deshchitro 2024