|
Date: 2024-05-02 12:38:17 |
গত ১৮ এপ্রিলের প্রজ্ঞাপন মূলে তৃতীয় ধাপের মনোনয়নপত্র জমা দানের শেষ দিন ছিল ২ মে, বৃহস্পতিবার। চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক ১০ জন মনোনয়ন পত্র জমা দেন। চেয়ারম্যান পদে ৬ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১ জন ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩ জনসহ মোট ১০ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনোনয়ন ফরম জমা দেন বলে জানান সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার মো. রাকিবুজ্জামন রেনু। তিনি আরোও জানান চেয়ারম্যান পদে উপজেলার মোহাম্মদপুরের আহম্মদ ছফার সন্তান আহমদ হোসেন, হারলার আবদুল ওয়ারেছের সন্তান মোহাম্মদ জাহিদুল ইসলাম, উত্তর কেশুয়ার মোক্তার আহমদের সন্তান মো. আবু হেনা ফারুকী, জোয়ারার মনির আহমেদ চৌধুরীর সন্তান আবু আহমেদ চৌধুরী, বদুরপাড়ার আলহাজ্ব মফজল আহমদের সন্তান আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ, কানাইমাদারীর বদরুছ মেহের চৌধুরীর সন্তান আরিফুল ইসলাম চৌধুরী অনলাইন মনোনয়ন ফরম জমা দেন। মহিল ভাইস চেয়ারম্যান পদে শেষ সময়ে বরকলের আল তোফাজ্জল হোসেনের মেয়ে খালেদা আক্তার চৌধুরী এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদে কাঞ্চনগরের সিরাজুল হকের সন্তান মোহাম্মদ একরামুল হোসেন, উত্তর হাশিমপুরের আবদুল গফুরের সন্তান মৌ. মো. সোলাইমান, বৈলতলীর হরিপদ দেবের সন্তান রুপম দেবসহ ২৯ মে অনুষ্ঠিতব্য তৃতীয় ধাপের ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতার জন্য তারা মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামী ৫ মে দুপুরে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন অফিসে সকল মনোনয়পত্র যাচাই-বাছাইয় শেষে, রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ও নিষ্পত্তি কার্যক্রম সম্পন্ন করে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১২ মে। আগামী ১৩ মে দুপুরে চন্দনাইশ উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার অফিসে প্রতীক বরাদ্দের সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করেন অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো. শহিদুল ইসলাম প্রামানিক। ২৯ মে বুধবার সকাল হতে বিকাল পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে ৬৮টি ভোট কেন্দ্রে ১ লক্ষ ১ হাজার ৫’শ ৫১ জন পুরুষ ও ৯০ হাজার ৫৬ জন মহিলাসহ মোট ১ লক্ষ ৯১ হাজার ৬’শ ৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত করবেন।
© Deshchitro 2024